১৫০+ স্বার্থপর বন্ধু নিয়ে স্ট্যাটাস, উক্তি ও ক্যাপশন ২০২৫

স্বার্থপর বন্ধু চেনা অনেক সময় কঠিন, কারণ তারা প্রথমে অনেক আপন মনে হয়। তারা কথা দিয়ে, সহানুভূতির মুখোশ পরে বন্ধুত্বের অভিনয় করে। কিন্তু সময়ের সাথে তারা নিজেদের স্বার্থের জন্য মুখোশ খুলে ফেলে।

স্বার্থপর বন্ধুরা সাধারণত তখনই যোগাযোগ করে যখন তাদের কিছু দরকার পড়ে। সুখের সময় তারা পাশে থাকে, কিন্তু দুঃখ আর বিপদের সময় তাদের দেখা মেলে না। এরা বিশ্বাস ভঙ্গ করে, আঘাত করে আর নিজের সুবিধার জন্য সম্পর্কটা ব্যবহার করে।

জীবনে শান্তি ও মানসিক সুস্থতার জন্য স্বার্থপর বন্ধুদের থেকে দূরে থাকা গুরুত্বপূর্ণ। প্রথমেই লক্ষ্য করো কে শুধু দরকারের সময় যোগাযোগ করে, আর কে সব সময় পাশে থাকে।

নিজের আত্মমর্যাদা বজায় রেখে সম্পর্কের সীমা নির্ধারণ করো। যখন বুঝবে কেউ কেবল নিজের প্রয়োজনে বন্ধুত্ব করছে, তখন তাকে সম্মানের সাথে বিদায় জানাও। মনে রাখো, একজন ভালো বন্ধু হলো সেই যে স্বার্থ ছাড়াই পাশে থাকে।

স্বার্থপর বন্ধু নিয়ে স্ট্যাটাস

যেই বন্ধুগুলা কে ভাই মনে করতাম,🙂🙃
তারা ও আমার নামে বদনাম করে তলে তলে,😅
যাইহোক সার্থপর বন্ধু আমার লাগবো না,🙁😢
বন্ধু ছারাও জীবন চলে।😊💔

কেমন জানি দিন দিন কাছের বন্ধু গুলো ও স্বার্থপর হয়ে যাচ্ছে..!!🥀💔

অন্তরে বিষ মানুষের,মুখে গড়ায় মধু।
বহুরূপী মানুষ সবাই, স্বার্থের বন্ধুত্ব শুধু..!🥹💔

স্বার্থের জন্য ভাই ভাই…..
আর স্বার্থ ফুরায়ে গেলেই খবর নাই 👤
তোর মত স্বার্থের বন্ধু আমার লাইফে দরকার নাই.!!

বন্ধুত্ব ༎কখনো༎দূরত্বের ༎কারণে ༎নষ্ট ༎হয় ༎না,
বন্ধুত্ব ༎নষ্ট ༎হয় ༎মিথ্যা ༎অহংকার ༎অবিশ্বাস,
স্বার্থপরতা ༎বেঈমানি༎ ও ༎বিশ্বাসঘাতকার ༎জন্য!!😊💝

সব friend,friend না, কিছু friend স্বার্থ পর আর বেইমান ও হয় । যারা শুধু সময় এর সাথে তাল মিলিয়ে চলে।😅😢

Trust me.ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব!🖤Better option পেলে সবাই ছে’ড়ে যায়।🥀

সব বন্ধু বন্ধু নয়,কিছু বন্ধু…..
সার্থপর ও বেইমান হয়..!🖤🌸

স্বার্থের এই মায়াজালে পৃথিবীটা ঘেরা..!!
ভালো থাকুক তারা যারা অভিনয়ে সেরা..!!😄😅

সুন্দর একটা সম্পর্ক নষ্ট হওয়ার জন্য ইগো আর স্বার্থপরতা ই যথেষ্ট.!🙃💔

বিশ্বাস করে একটা বন্ধু বানিয়েছিলাম
কিন্তু ওই বন্ধুটা ও স্বার্থের জন্য….
আমাকে ভুলে গেলো😢💔🥀

কিছু কিছু বন্ধুর জন্য…..
সব দিকেই কালার হয়ে গেলাম.. 😔
বন্ধু কম থাকুক, তবে স্বার্থপর না থাকুক.. !🙂

স্বার্থের জালে জড়িয়ে যে বন্ধুত্ব,
সেখানে ভালোবাসা থাকে না,
শুধু প্রয়োজনের হিসাব থাকে।💔😢😅

বন্ধু হলো সে, যে সুখ-দুঃখে পাশে থাকে।
স্বার্থপর বন্ধুরা শুধু….
নিজের স্বার্থটাই দেখে।💔😅

যে বন্ধু স্বার্থের জন্য আসে,
সে আসলে শত্রুর চেয়ে ভয়ঙ্কর।👽😮

স্বার্থের বন্ধুত্ব কাচের মতো,
সহজেই ভেঙে যায়।🥀💔

যে বন্ধু কেবল স্বার্থের জন্য তোমাকে মনে করে,
সে কখনোই প্রকৃত বন্ধু নয়।🥀💔

স্বার্থ ছাড়া বন্ধুত্ব করে না কেউ,
আপন মুখোশের আড়ালে লুকিয়ে থাকে ঢেউ।💔😢

স্বার্থপর বন্ধুরা শুধু তোমার সফলতার আলোয় আসতে চায়, কিন্তু অন্ধকারে পাশে থাকার জন্য না।💔😢🥀

বন্ধুত্বের অর্থ যদি স্বার্থে ভরপুর হয়,
তবে সেই সম্পর্ক কখনোই দীর্ঘস্থায়ী নায়।💔😢

কাছের বন্ধু গুলো সব সময়•••🕰️
পিছন ༎থেকে ༎আঘাত ༎করে,🔪💔
আমি যাদের কে বন্ধু ভাবি….
তারা আমারে মানুষ ও ভাবে না,💔😢
ঐরকম স্বার্থপর বন্ধু আমার দরকারও পারে না।🙂

অন্তরে বিষ মানুষের,মুখে গড়ায় মধু।
বহুরূপী মানুষ সবাই, স্বার্থের বন্ধুত্ব শুধু..!🥹💔

কষ্ট তো অনেকেই দিছে…!! 🥺💔
কিন্তু ༎যেটা ༎আমার ༎বুকে ༎এসে ༎লাগছে ༎ওইটা༎ আমার ༎স্বার্থপর ༎বন্ধুই ༎দিছে…!! 🤕💔

স্বার্থপর বন্ধু নিয়ে উক্তি

মিথ্যা বন্ধু আর ছায়া দু’টোই সেভাবে থাকে,তারা শুধু তখনই থাকে, যখন স্বার্থ থাকে।

স্বার্থের সময় পাশে এসে দাঁড়ানো মানুষ বন্ধুত্ব নয়, সুবিধাবাদ দেখায়।

বন্ধুত্বের মুখোশে যারা স্বার্থ লুকিয়ে রাখে, তারা বিশ্বাসঘাতকতার সবচেয়ে বড় উদাহরণ।

স্বার্থপর বন্ধুদের সঙ্গ জীবন থেকে যত তাড়াতাড়ি বিদায় করা যায়, ততই মঙ্গল।

বন্ধুত্ব যদি শুধু প্রয়োজনে জাগে, তবে সেটা বন্ধুত্ব নয় একটা লেনদেন মাত্র।

সবাই বন্ধুর মতো থাকে, কিন্তু সময়ই বলে দেয় কে আসল কে শুধুই স্বার্থপর।

যে বন্ধু কেবল নিজের সুবিধার জন্য তোমাকে মনে রাখে, সে তোমার প্রকৃত বন্ধু নয় সে হলো স্বার্থপর বন্ধু।

স্বার্থপর বন্ধুর চেয়ে শত্রু ভালো, অন্তত সে মুখোশ পরে না।

সময়ে-অসময়ে যার মুখের ভাষা বদলে যায়, বুঝে নিও সে বন্ধুর ছদ্মবেশে স্বার্থপর।

স্বার্থপর বন্ধুদের চিনে রাখো, ক্ষমা করো কিন্তু স্বার্থপর বন্ধুদের থেকে দূরে থাকো।

যে বন্ধু শুধু নিজের লাভের কথা ভাবে, তোমার দুঃখে পাশে থাকে না সে বন্ধু নয়, সে এক স্বার্থপর মানুষ। এমন বন্ধুত্ব থেকে দূরে থাকাই ভালো।

প্রয়োজনে যারা বন্ধুত্ব করে, প্রয়োজন ফুরালেই তারা হারিয়ে যায়। এমন মানুষদের বন্ধু ভাবা ভুল,তারা আসলে শুধু নিজের সুবিধার জন্য তোমার পাশে থাকে।

স্বার্থপর বন্ধু হলো ছায়ার মতো সুখে তোমার পাশে থাকে, কিন্তু কষ্ট আর অন্ধকার নামলেই উধাও হয়ে যায়।

বন্ধুত্ব মানে শুধু ভালো সময়ে হাসা নয়, খারাপ সময়ে পাশে থাকা। যে বন্ধু শুধু নিজের কাজ হাসিলের জন্য তোমাকে ব্যবহার করে, সে আসলে বন্ধু নয় সে হলো স্বার্থপর বন্ধু।

সত্যিকারের বন্ধু সবসময় তোমার ভালোমন্দে পাশে থাকে। আর স্বার্থপর বন্ধু শুধু তখনই আসে, যখন তার কিছু দরকার। এমন বন্ধুত্ব হৃদয়ে কষ্ট ছাড়া কিছু দেয় না।

স্বার্থপর বন্ধু নিয়ে ক্যাপশন

কষ্ট তো অনেকেই দিছে…!! 🥺💔
কিন্তু ༎যেটা ༎আমার ༎বুকে ༎এসে ༎লাগছে ༎
ওইটা༎ আমার ༎স্বার্থপর ༎বন্ধুই ༎দিছে…!! 🤕💔

একা থাকা অনেক ভালো, তবুও স্বার্থপর বন্ধুর সাথে না থাকাই ভালো”!🥺❤️‍🩹

স্বার্থের জন্য মিশি নাই.,, তবুও আমাকে স্বার্থপর বলেছে,তাই বন্ধুত্ব বাদ দিয়ে দিছি।🙂🥱

কিছু বন্ধু কে ধন্যবাদ জানাই,তারা না থাকলে ভুলে
যেতাম যে স্বার্থপর কি।🖤😆

স্বার্থের জন্য ভাই ভাই👬
আর স্বার্থ ফুরাইগেলে খবর নাই,
তোর মত স্বার্থের বন্ধু আমার দরকার নাই।💔😢🥀

স্বার্থে আঘাত লাগলে বিশ্বস্ত বন্ধুটাও রং বদলায়, বন্ধুত্বের বিচ্ছেদটা অনেক ভয়ংকর হয়।🫂🌚☠️

লোকে༎বলে ༎বন্ধুরা ༎নাকি ༎বদলাই ༎না,
তাইতো ༎আমার ༎সাথে ༎
সব ༎বদলা ༎বদলির ༎খেলা,
তোমরা ༎বলো ༎বন্ধুরা ༎নাকি ༎রক্তের ༎হয়,
তাইতো ༎আমার ༎সাথে ༎সব ༎স্বার্থ ༎পরের ༎মেলা..!!😃👍

কি”রে মামা স্বার্থের জন্য••••
এতো সহজেই বন্ধুত্ব ভুলে গেলি!💔😅🥀

দেরিতে হলেও বুঝে গেছি,স্বার্থ ছাড়া বন্ধু আপনজন আর মানুষ,যেই হোক না কেন কেউ খোঁজ নেয় না…!!😅💔

শত্রুর হাতে মৃত্যু হোক,তবুও স্বার্থপর বন্ধু লাইফে না হোক ধন্যবাদ।☠️👺

স্বার্থপর বন্ধু নিয়ে ফেসবুক স্ট্যাটাস

স্বার্থের এই দুনিয়াতে স্বার্থপর দেখলাম বেশ।
কতো ভাই বানাইলাম বন্ধু বানাইলাম স্বার্থ যখন শেষ।
রক্তের সম্পর্ক আর কাছের সম্পর্কও শেষ।😃💔

স্বার্থপর বন্ধুকে পথ চিনিয়ে দিতে নেই,
দেখবেন༎পথ ༎চেনা ༎হয়ে ༎গেলে,
আপনার ༎পথেই༎ কাটা ༎বিছিয়ে ༎রাখবে..!!🌚👺

বন্ধু হওয়া মানে শুধু নিজের লাভ খোঁজা নয়। সত্যিকারের বন্ধু কখনো স্বার্থপর হয় না।🥀💕🌼

স্বার্থপর বন্ধুরা মুখে বন্ধুত্বের কথা বললেও কাজে শুধুই নিজেরটা দেখে। এমন বন্ধুত্ব না থাকাই ভালো।😔🥀🌼

যে বন্ধু শুধু নিজের সুবিধার সময় তোমাকে মনে রাখে, সে বন্ধু না, সে একজন স্বার্থপর বেইমান বন্ধু। 😔💔🥀

বন্ধুত্বে স্বার্থ চলে এলে সেই সম্পর্কটা টিকতে পারে না। আসলে তখন সেটা আর বন্ধুত্বই থাকে না। শুধু থাকে স্বার্থের টানে। 😢💔🥀

স্বার্থপর বন্ধুরা দরকার ফুরালে এমনভাবে বদলে যায়, যেন কখনো পরিচয়ই ছিল না!💔🥀😢

বন্ধুত্বের নামে যারা শুধু নিজেরটা দেখে, তারা বন্ধুর ছদ্মবেশে বুকে ছুরি মারে।💔😅

যার সঙ্গে হাসি ভাগ করেছিলাম,
আজ কাঁদছি তার জন্য!
বন্ধু ভেবেছিলাম, কিন্তু সে ছিল শুধু নিজের জন্য।

একজন স্বার্থপর বন্ধু, হাজারটা শত্রুর চেয়েও বেশি ক্ষতি করে।
বিশ্বাস ভাঙা, সাহায্য না করা,সবকিছু মুখে না বললেও অনুভব করানো যায়।😢💔🥀

বন্ধুত্ব মানে একে অপরের পাশে থাকা।
কিন্তু কিছু মানুষ শুধু নিজের লাভের সময়ই বন্ধু হয়।
তাদের জন্য মন খারাপ নয়, শুধু দোয়া যেন তারাও একদিন বুঝে কষ্ট কাকে বলে।💔😅

বন্ধুত্বের নাম করে কেউ কেউ নিজের প্রয়োজনে ব্যবহার করে যায়।
যারা সত্যিকারের বন্ধু, তারা কষ্টের সময় প্রমাণ দেয় not উধাও হয়ে যায়। 😶‍🌫️

স্বার্থপর বন্ধু শুধু তখনই আসে, যখন তার দরকার হয়, 😞
আর যখন আমার দরকার পড়ে,
তখন সে অজুহাত খোঁজে… 💔😅
সবচেয়ে বড় কষ্ট এখানেই, যাকে আপন ভেবেছি, সে-ই দূরের মানুষ।😅💔😢

বন্ধু ছিল অনেক, কিন্তু সত্যিকারের কেউ ছিল না।
সবাই ছিল স্বার্থ নিয়ে… কেউ মন দিয়ে না! 💔😢
ভালো সময়ে ভিড়,খারাপ সময়ে একদম একা… 😞

যখন দরকার ছিল, তখন পাশে ছিলাম।
আজ আমি বিপদে, কিন্তু সেই “বন্ধু” যেন চেনেই না!
সবাই বন্ধু হয়, কিন্তু সব বন্ধু সত্যিকারের হয়না।💔😅🥀

ভেবেছিলাম বন্ধু মানে সবসময় পাশে থাকা একজন মানুষ।
কিন্তু কষ্টের পড়ে বুঝলাম অনেকেই শুধু নিজের স্বার্থের জন্য বন্ধু হয়ে ওঠে।💔😅🥀

বন্ধু বলেছিল পাশে থাকবে সব সময়।
কিন্তু সময় বদলেছে, সেই সাথে বদলে গেছে বন্ধুও।
ভালো সময়ে সবাই থাকে, খারাপ সময়েই চেনা যায় আসল বন্ধু।😅💔😢

কষ্ট তখনই বেশি লাগে,
যখন স্বার্থপর বন্ধুর আসল চেহারা ধরা পড়ে।💔😅😔

স্বার্থপর বন্ধু নিয়ে স্ট্যাটাস english

Many people have caused me pain…!! 🥺💔
But the one that is weighing on my heart is my selfish friend…!! 🤕💔

It’s good to be alone, but it’s better not to be with a selfish friend”!🥺❤️‍🩹

I didn’t mix for my own interests.,, Still, they called me selfish, so I gave up friendship.🙂🥱

I thank some friends, if they weren’t there, I would have forgotten what selfishness is.🖤😆

For my own interests, brother, brother👬
And if my interests are gone, I don’t know,
I don’t need a selfish friend like you.💔😢🥀

Even a loyal friend changes color when my interests are hurt, the separation of friendship is very terrible.🫂🌚☠️

People say that friends are not interchangeable,So with me,
everything is a game of exchange,
You say that friends ༎Or is it blood,
So ༎all ༎interests ༎next ༎meeting with me..!!😃👍

What’s up uncle for interests••••
You forgot friendship so easily!💔😅

Even though it’s late, I realized that without interests, friends are your own and people, no matter who they are, no one cares…!!😅💔

Even if you die at the hands of the enemy, still don’t let a selfish friend live in your life, thank you.☠️👺

The one I trusted the most as a friend turned out to be the most selfish one.

A selfish friend speaks sweetly, but won’t hesitate to stab you in the back.

A selfish friend is never truly there — they show up only when they need something.

I’d rather be alone than with a selfish friend who only cares about themselves.

The friends I used to consider as brothers,🙂🙃
They also insult me in my name,😅
However, I don’t want a good friend,🙁😢
Life goes on without friends.😊💔

How do I know that even close friends are becoming selfish day by day..!!🥀💔

People have poison in their hearts, but honey flows on their faces.
All people are different, friendship is only for interests..!🥹💔

Brothers are brothers for interests…..
And when interests are gone, there is no news 👤
I don’t need a friend like you in my life who is selfish.!!

স্বার্থপর বন্ধুদের নিয়ে কিছু কথা

জীবনের পথে চলতে গিয়ে আমরা অনেক ধরনের মানুষের সঙ্গে পরিচিত হই। কেউ আমাদের পাশে দাঁড়ায়, আবার কেউ শুধু নিজের প্রয়োজনে কাছে আসে। স্বার্থপর বন্ধুরা ঠিক এমনই—তারা বন্ধুত্বের নাম করে নিজেদের স্বার্থসিদ্ধির পথ খোঁজে। এই ধরনের বন্ধুদের প্রথমে বুঝে ওঠা কঠিন, কারণ তারা মিষ্টি কথায় বন্ধুত্বের মুখোশ পরে থাকে। কিন্তু সময়ের সাথে তাদের আসল চেহারা স্পষ্ট হয়ে ওঠে।

স্বার্থপর বন্ধুরা শুধু তখনই খোঁজ নেয়, যখন তাদের কোনো প্রয়োজন থাকে। আমাদের দুঃখ-কষ্ট, বিপদ কিংবা সফলতার সময় তারা দূরে সরে যায়। এদের সংস্পর্শে থাকলে আত্মসম্মান বোধ ক্ষতিগ্রস্ত হয় এবং মানসিক চাপ বাড়ে।

তবে এদের থেকে শিক্ষা নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমন অভিজ্ঞতা আমাদেরকে আরও বিচক্ষণ করে তোলে—কে আসল বন্ধু, কে কেবল সুবিধাবাদী, তা বোঝার ক্ষমতা বাড়ে। জীবন থেকে স্বার্থপর বন্ধুদের দূরে সরিয়ে রাখাই মঙ্গলজনক, কারণ সত্যিকারের বন্ধুত্ব হলো নিঃস্বার্থ ভালোবাসা ও নির্ভরতার নাম।

শেষ কথা:

স্বার্থপর বন্ধুদের উপস্থিতি জীবনে কষ্ট ও হতাশা ডেকে আনে। তাই সময় থাকতে সঠিক মানুষকে চিনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যা নির্ভরতা, বিশ্বাস আর নিঃস্বার্থ ভালোবাসার উপর ভিত্তি করে গড়ে ওঠে।

যদি সেই বন্ধুত্বে স্বার্থ ঢুকে পড়ে, তবে সেটা আর বন্ধুত্ব নয়,এটা নিশ্চয়ই সুবিধাবাদী এক সম্পর্ক। তাই নিজের মনের শান্তির জন্য স্বার্থপর বন্ধুদের থেকে নিজেকে দূরে রাখো এবং সত্যিকারের বন্ধুর মূল্য দাও।

অন্য পোষ্ট পড়ুন:

স্বার্থপর মানুষ নিয়ে স্ট্যাটাস

খারাপ সময় নিয়ে উক্তি

অপেক্ষা নিয়ে স্ট্যাটাস

বিচ্ছেদের পর না বলা ভালোবাসার স্ট্যাটাস

সেলফির জন্য স্টাইলিশ বাংলা ক্যাপশন

প্রেমিকাকে খুশি করার রোমান্টিক মেসেজ

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বাংলা

কথার আঘাত নিয়ে উক্তি

চাপা কষ্টের স্ট্যাটাস ও মেসেজ

শখের মানুষ নিয়ে উক্তি