কাশফুল নিয়ে ক্যাপশন | kashful caption

কাশফুল নিয়ে ক্যাপশন আর্টিকেলে আপনার কে স্বাগতম। আপনি নিশ্চয়ই শরৎকালের চমৎকার আকর্ষণীয় ও মনমুগ্ধকর কাশফুল নিয়ে ক্যাপশন খুজতেছেন?আর খুঁজতে হবে না আজকের এই আর্টিকেলে আমরা আপনাদের জন্য বাছাইকৃত কিছু সেরা রেডিমেড কাশফুল নিয়ে ক্যাপশন নিয়ে আজকের এই আর্টিকেলটি সাজিয়েছি। আশা করি কাশফুল নিয়ে এই ক্যাপশন গুলো আপনাদের অনেক ভালো লাগবে।

কাশফুল নিয়ে ক্যাপশন

কাশফুল নিয়ে ক্যাপশন - kashful caption
কাশফুল নিয়ে ক্যাপশন – kashful caption


তুমি হয়তো অসংখ্য সৌন্দর্য পরিপূর্ণ ফুল দেখেছো,
তবে মন কেড়ে নিতে পারে কাশফুল অন্যতম..!!🌾

কাশফুলের রাজ্যে আবার ফিরে আসা।।
মন ভালো রাখার জন্য কাশফুলের রাজ্যে ঘুরে আসুন ❤️🍂

কাশফুলের নরমতায় লুকিয়ে আছে
তোমার মিষ্টি হাসি..!!

হাতে কাশফুল না রেখে,
পকেটটা ক্যাশফুল রাখো,
দেখবে অলটাইম শরৎকাল থাকবে 😌🌾

স্নিগ্ধ-নিস্তব্ধ বিকেলে’র শুভ্র-নীল আকাশ, আর
মৃদু বাতাসে মুগ্ধতা ছড়াচ্ছে শরতের কাশ….ফুল 🥀❤️

এই কাশফুলে ভরে থাক আমার সকল মায়া,
এখানেই যে পড়ে আছে তার সৃতির ছায়া ।

কাশফুলের সাদার সুব্রতায়
মন চায় হারিয়ে যাই অজানায় 😌❤️

__🦋🌸 কাশফুলের সৌন্দর্যের কোন ক্যাপশন হয় না, কাশফুলের ক্যাপশন তার নিজের সৌন্দর্য্যই!🌼

🌼🥀শরতের এই মুক্ত বাতাসে দুলছে দেখো,
সাদা কাশফুল,
তোমায় পেতে আজ মন,
হয়েছে ব্যাকুল ।🥀🌺

🌺কাশফুলের শুভ্রতা দিগ্বিদিকে
ছড়িয়ে যাক,
ফাটল ধরা দুঃখ যত,
যাক ঘুচে যাক, মুক্তি পাক।🌼🥀

💮বসেছে আজ মায়াময়,
কাশফুলের মেলা,
চলোনা দুজনে আজ
খেলি প্রেমের খেলা।🏵️

🥀🌺শরতের এই স্নিগ্ধ,
বাতাসে উড়ছে কাশফুল,
সেজেসে এক নতুন সাজে,
নদীর দু-কুল।🌺🌼

🌼🥀সাদা কাশফুল হাতে নিয়ে,
দাঁড়িয়ে আছি আমি,
কখন এসে দেখা দেবে,
হাতটি ধরবে তুমি ?💮🥀

🌾🌸কাশফুলের তুলো
আকাশে ছড়াবো,
সেই তুলোয় করে ভেসে যাবো বহুদূর।
জনমানবশূণ্য ‌ নিভৃত কোনো স্থানে।🍀🌺

🌺🌸কাশফুলকে কাছে ডেকে,
বলতে চাই খুব,
আমি তোমার,
তুমি মোর,
পার করবো এই যুগ।🌸🥀

🌺একটি কাশফুল মানে শরতের একটি,সুন্দর সকাল।🌺🍀

🌺🥀শরৎতের বাতাসে
দোলে কাশফুল !
নদীর দু-কূলে তুলতো
আনন্দে ব্যাকুল।🌾💮

🥀🌺চলো না দুজন এই শরৎ এ
হারিয়ে যাই সাজানো
ঐ কাশফুলের শহরে।🌼🌸

কাশফুল নিয়ে ছোট ক্যাপশন

কাশফুল নিয়ে ক্যাপশন - kashful caption
কাশফুল নিয়ে ক্যাপশন – kashful caption

💐🌺কাশফুলের ঐ ছোঁয়া নিয়ে তুমি
হয়ে যাও কবিতা !
একফালি মেঘের মতো।🌺🌷

🌺🌼খোলা আকাশের
নিচে কাশফুল এর কাছে !
ছুটে এলাম এক সুন্দরের মাঝে।🌸🌼

🌼🌺শরতের আকাশে
সাদা মেঘের ভেলা ভেসে বেড়াবে,
নিচে থাকতে কাশফুলের রাজ্য।🌾💮

🌺🌼শরতের কোন এক বিকেলে,
কাশফুল হাতে নিয়ে যাবো,
তোমার কাছে,
নেবে কি আমায় মেনে।🌷🌸

🌷🌼আমার মন বলে তুমি আসবে।
শরতের কোন একৎ বিকেলে,
কাশফুলৎ হয়ে মনটা আমার দোলাতে।🌺🌼

🌸🌷শেষ বিকেলের আলোতে,
কাশফুল গুলো যেন তার
সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে ওঠে।🌼🌺

🌷🌼শরতের দিনে চলো কাশফুল কুড়াই!!!
কাশফুল পেলে মনে হয় স্বর্ণ খুঁজে পাই।🍀🥀

💮🌾পরের জন্মে আমি কাশফুল হবো!!!
তোমার রংবেরঙের চুড়ি আর,
মেহেদী রাঙ্গা হাতের ছোঁয়া পাবো।💮🌸

🌸🌼কাশফুলের সাদার শুভ্রতায়…
মন চায় হারিয়ে যাই অজানায়।💮🌸

🌸💮শরৎ সেজেছে কাশফুলে,
থরে বিথরে বালুচরে!
সাদা মেঘের শতদল উড়ছে,
অপরুপা নিলাম্বরে।🌾💐

কাশফুল নিয়ে রোমান্টিক ক্যাপশন

কাশফুল নিয়ে ক্যাপশন - kashful caption
কাশফুল নিয়ে ক্যাপশন – kashful caption

🌼🌸প্রিয় চলো যাই কাশবনে!
তুমি কাশফুল দেখবে;
আর আমি তোমাকে দেখবো।🌾💮

🌸🌼কোন এক শরতের বিকেলে,
কাশফুলের রোদ্দুরে একপ্রান্তে দাঁড়িয়ে;
তোমার ছায়া খুঁজেছি!💮🌸

🌼🌷কাশফুলের শুভ্রতায় ভরিয়ে রেখো আমায়!
তাহলে আর কখনো ছেড়ে যাবো না তোমায়।🥀💐

💮🌸কাশফুলেদের সাথে আমি,
একাই কথা বলি!!
কাশফুল গুলো সব ছন্নছাড়া।🌾💮

🌷🌼শরতের মেঘ ভেসে যায়,
দূর আকাশের নীলে!
পায়ে চলা পথ ঢেকে গেছে,
থোকা থোকা কাশফুলে।🌸🌼

🏵️🌷শরৎ এর চিঠি আসুক বা না আসুক,,
তবুও কাশফুল ফুটবে এই শহরে।🥀🍀

💮🌸কাশফুলের বাগানে আমি,
একলা মনে বসে থাকি,,,,
তাহারি অপেক্ষায়!💐🥀

🍀🥀শরৎকালে কাশফুলে সাজে,
নদীর ধার দেখতে,,
তুমি এসো প্রিয় নদীর এই পার!💐💮

🌼🌸কথা ছিলো শরতের বিকেলে,,,
কাশফুল হাতে নিয়ে,
সাদা মেঘের ভেলা দেখবো!
কিন্তু তুমি কথা রাখোনি।🌾💐

🌸🌼কাশফুল তোমাকে ছুঁয়ে যাক,
শরৎচন্দ্রের শব্দের চয়নে!
আমি তোমার কেবলি ছবি একেঁ যাবো।🍀🥀

💮🌸বিকেলের আদো আদো রোদে,,
কাশফুল যেন তার সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে ওঠে!💮🌾

🍀🥀আমি জানি তুমি আসবে..!!
শরতের কাশফুল হয়ে,
মনটা আমার দোলাতে।🌼🍀

💮🌸মেঘলা আকাশের নিচে,
কাশফুল এর কাছে!
ছুটে এলাম এক অপূর্ণতা’র মাঝে!🌼🍀

🌸🌾কাশফুলের সাদা রঙ আর তোমার মনের গভীরতা যেন একসাথে মিলে গেছে। শীত শীত হাওয়ায় কাশফুল যেমন নিজের সৌন্দর্যে মুগ্ধ করে, তেমনি তুমি মুগ্ধ করো আমার প্রতিটা মুহূর্ত। কাশবনের মত আমাদের প্রেমও নিরন্তর, স্নিগ্ধ আর শান্ত—যা কখনও শেষ হবে না, বরং নতুন করে ফুটবে প্রতিটা ঋতুতে🌾😌

কাশফুল নিয়ে শর্ট ক্যাপশন

কাশফুল নিয়ে ক্যাপশন - kashful caption
কাশফুল নিয়ে ক্যাপশন – kashful caption

☁️ প্রতিটি ফুল যদি কাশফুল হতে চায়,
তবে শরৎ তার সৌন্দর্য হারাবে 💚❤️

এই সুন্দর বিকেলে প্রকৃতিক মায়ার স্রোতে,,
ক্যাপশন হারিয়ে গেছে কাশ ফুলের মাঝে।😊❤️

কাশফুলের নরম ছোঁয়া ছুঁয়ে দিও তার মন,,
যাকে চেয়েছে আমার এই মন..!!😌

🌼🥀শরতে যখন আকাশে,
নীল বা সাদা মেঘের
তুলো ভেসে বেড়াবে,
ঠিক তখনই আমি
কাশফুল ছিঁড়তে যাবো!💐🌾

🌺🥀তুমি অবেলায় ফোটা কাশফুল!
যেনো নিয়তির মতোই নির্ভুল! ‌‌
যেনো কোনো আহত
যোদ্ধার বুকে বেঁচে থাকা মেঘফুল!🍀🌼

~কাশফুল নিয়ে আর কি ক্যাপশন দিব 🫣🥰~
~ ফেসবুকটাই তো এখন কাশফুলে ভরা। 🙂

শরৎ এর চিঠি আসুক বা না আসুক,,
তবুও কাশফুল ফুটবে এই শহরে 🌸

শেষ বিকেলের আলোতে কাশফুল গুলো
তোমাকে পেয়ে যেন তার সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে উঠেছে..!!🌾😌

কাশফুল নিয়ে কবিতা

শরতের কাশফুল তুমি,
দেখি একবার বর্ষে,
শরতের প্রশান্তি পাই,
ওহে কাশফুল তোমার স্পর্শে..!!🌾😌

শরতের হাওয়ায় দোলে কাশফুল,
নদীর দুকূল তাই আনন্দে ব্যাকুল।
এক চিলতে মেঘের এক টুকরো আলো,
কিছুই চায় না শুধু থেকো অনেক ভালো।..!!🌾😌

পড়ন্ত বিকেল;
কালো মেঘে ছেঁয়েছে আকাশ,
হয়তো হঠাৎ নেমে আসবে
এক পশলা বৃষ্টি।
হাঁটছি আমি;
রাস্তার দু’পাশে বাতাসে দোলায়মান কাশফুলগুলোর
ঠিক মাঝখানটি ধরে।
কোনো উদ্দেশ্য নেই,
নেই কোথাও পাড়ি জমানোর আকাঙ্খা।
তবু কেন হাঁটছি আমি..
হয়তো আজি বহুদিন পর এই মনটা
আবারো খুঁজছে তোমায়,
হয়তো শরতের স্নিগ্ধ শুভ্র কাশফুলগুলোর মাঝে
আবারো অবলোকন করছি তোমায়।❤️🙂

কাশফুল নিয়ে ক্যাপশন ইংলিশ

-Kashful, you don’t need any caption, you are an ancient natural beauty 🌿🕊️🍂

~ What else can I caption with Kashful🌸💐~
~ Facebook is now full of kashful. 🙂

Kashful doesn’t have to be captioned, because Kashful is a flower that makes the mind at peace when you see it.So I went with my family to the magical Kashful garden.

শরতের কাশফুল নিয়ে ক্যাপশন

—”চলো একদিন কাশবনে ঘুরতে যাই,
তুমি কাশফুল দেখবে আর আমি
তোমাকে দেখবো…!!💥🤍🪽

বিকেলের আদো আদো রোদে কাশফুল যেন তাঁর সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে ওঠে।🥰🦋❤️

🌸🌺কাশফুলের শুভ্রতা নিয়েই,,
তুমি কবিতা হয়ে যাও!
একফালি মেঘের মতো।🥀🌼

😍🌺চলো না এই শরৎতে…!
হারিয়ে যাই ছন্নছাড়া ঐ,
কাশফুলের রাজ্যেতে।💐🌷

💐🌷শরৎতের হাওয়ায়
দোলে কাশফুল!
নদীর দুই কোল তাই
আনন্দে ব্যাকুল।🥀🌸

🏵️🥀অনন্ত অসীম অন্তহীন,
অখিলে শুভ্র কাশফুলের মেলা,
বর্ণহীন বৈচিত্র্যহীন আকারে,
সাদা মেঘের ভেলা!🌼💮

🌼🥀ছন্নছাড়া কাশফুল গুলো,
তোমাকে ছুঁয়ে যাক!!!!
শরৎচন্দ্রের শব্দের চয়নে!🌸🥀

🌸🌼দিন বদলায়,, আঁধার নামে,,
কাশফুলে ভরে গগনডালা!
ছবি পাল্টায়,, বাণীও থামে,,
সত্যি ফুলে গাঁথা মিথ্যেমালা!🌷🏵️

🍀🌼সূর্যের আলো ছাড়া,
যেমন কোনো ফুল ফুটতে পারেনা!
ঠিক তেমনি ভালোবাসা ছাড়া,
মানুষ বাঁচতে পারে না।🥀💮

🌷🌸প্রতিটি ফুল যদি,
কাশফুল হতে চায়!
তবে শরৎ তার সৌন্দর্য হারাবে।🌺🍀

🌼🍀কাশ ফুলের উল্লাসী তুলির ছোঁয়ায়,,
রবীন্দ্রনাথের কাব্যিক চয়নে।🌷🌸

🌾🌸প্রকৃতি তুমি সুন্দর থেকে,
এমনি শরৎ আবেশে!!
মেঘমালা গুলো নেমে আসুক,
এমনই কাশফুলের দেশে।💮🥀

💮🥀সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি!!!!
তাইতো আমি একা বসে,
কাশ ফুলেদের সাথে কথা বলি!!!!!
কাশফুল গুলো সব ছন্নছাড়া!🍀🌼

কাশফুল নিয়ে ফেসবুক ক্যাপশন

🌼💮শোন গো কাশমুল তোমার প্রেমে পরেছি আমি!!!!লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি।🌷🌾

🌸🌺কাশফুল এর সাদার শুভ্রতায়….
মন চায় হারিয়ে যাই কোন অজানায়!
হারিয়ে যাই কোন এক কাশফুল বাগানে!
মুগ্ধ হয়ে যাই কাশফুল বাগানের দৃশ্যে!🌸🌼

🌺🌸প্রিয়! কাশফুলের পরোতে,
গাঁথা আছে শুধু তোমার ওই নাম।🍀💮

💮🌸কাশফুলের তুলা আকাশে ছড়াবো,
সেই তুলায় করে ভেসে যাবো বহুদূর।
জনমানবশূণ্য নিভৃত কোনো স্থানে।🌾🌼

🌼🌾কাশফুলের শিরায় শিরায়,
লেখা আছে শুধু,
তোমার আর আমার প্রেম গাঁথা!🍀🌺

🍀🌾সাদা রঙের কাশ দিল আজ ছুটি,
কাশফুল সব আজ মহুয়ায় বন্ধি।💮🌷

💮🌾কাশফুলের ই গন্ধে
আ মি বিমোহিত রই।ও কাশফুল!
এতো সুবাস পাচ্ছো তুমি কই?🥀🌸

😍🌿কাশফুল কে ভালোবেসে,ভরাই আমার মন,
আমার মতো এমন ভালোবাসে,
আর কয় জন?🌼🌼

🌼🌸আমার জন্মদিনে,
একটা কাশফুল ই উপহার দিয়ো।
এতেই হবে আমার।
তাতেই আমি অনেক খুশি হব।🥀🌸

🍀🍀কাশফুল চাই।
এনে দিতে পারবে তুমি?
না এনে দিলে,
তোমার সাথে আমার আড়ি।🌷💮

🌸🌼কাশফুলেদের যত্নে
স্নেহে বেড়ে তুলি।
তোমায় ছুঁবে বলে,
তারা মহানন্দে বেড়ে ওঠে।🌼🥀

🥀🌼কাশফুলের মেলায়,
চলে যাবো একদিন।
সেই মেলা থেকে তোমার জন্য
এক জোড়া কাশফুলের,
ঝুমকো এনে দেব।🍀🌷

🌼🥀শরৎ এ রানী যেন কাশবনে
বোরখা খানি খুলে_
কাশবনের ওই আড়ালে
নাচছে দুলে দুলে।💮🌸

💮🥀তুমি কি প্রকৃতির অপরূপ সৌন্দর্য,
অনুভব করতে চাও,তাহলে কাশবনে যাও।🌸🥀

🌸💮তোমার হাতে বন্দী আমার
ভালোবাসার কাশ,
তাই তো আমি এই শরতে
তোমার ক্রীতদাস!🌷🌼

🌼🌸নদীর দু’ধারে কাশফুল হয়ে,
ওঠে সাদা, তোমায় দেখতে নেই,
আমার কোনো বাধা।🥀🍀

🌸🥀আমার মত কাশফুল কে
ভালবাসে কয়জন,
কাশফুল কে ভালবেসে
ভরাই আমার মন।🌷💮

🌼🌾কাশফুল মানে শরতকালের
সৌন্দর্য বৃদ্ধি করা
এবং সেইসাথে মানুষকে
তার প্রেমে ফেলা।🌼🌸

🌸🥀কাশ বনের ওই আড়াল থেকে,
নাচতেছো তুমি দুলে দুলে।
প্রথম কবে ফুটেছে কাশফুল,
সেই শুধু জানে,
আজকে আমার চোখ জুড়ালো,
তোমার দেখা পেয়ে।🌸🌼

কাশফুল নিয়ে ফানি ক্যাপশন

কাশঁফুলের দিনও চলে আসলো, কিন্তু আমার মনে এখনো তুমি আসলে না..😑🤧

কাশফুলের সাথে ছবি না তুলে জীবন যুদ্ধে এক ধাপ পিছিয়ে পড়া একমাত্র আমি..!!🥶🐸

প্রতিবছর বর্ষার পর গার্লফ্রেন্ডকে কাশবনে
নিয়ে যাওয়া প্রতিটা বয়ফ্রেন্ডের প্রথম কাজ..!!🥶🐸

বর্তমানে আমি একমাত্র অসহায় ব্যক্তি,
যে এখনো কাশফুলের সাথে ছবি তুলি নাই..!!🐸😑

বাঁশ ফুল জীবন নিয়ে, কাশফুলে যাওয়া বিলাসিতা ছাড়া আর কিছুই নয় 😐

কাশফুল কোন মাসে ফোটে

কাশফুল সাধারণত শরৎকাল অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর মাসে ফোটে। এসময় আমাদের চারপাশের বিভিন্ন স্থানে কাশফুলের সাদা সাদা ফুল দেখতে পাওয়া যায়, যা প্রকৃতিকে আরও সুন্দর ও মনমুগ্ধকর করে তোলে।

শেষ কথা

কাশফুল নিয়ে ক্যাপশন আর্টিকেলটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ এরকম সুন্দর সুন্দর স্ট্যাটাস ক্যাপশন রিলেটেড যে কোন আর্টিকেল পেতে আমাদের এই ওয়েবসাইটির সাথে থাকুন। এতক্ষণ ধরে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম!

অন্য পোস্ট পড়ুন:

শরতের কাশফুল নিয়ে ক্যাপশন

ফুল নিয়ে ক্যাপশন

সেরা কাশফুল নিয়ে ক্যাপশন ২০২৪